সরকারি নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুসংলগ্ন পদ্মা নদীতে শত শত অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে একটি চক্র।
পদ্মা সেতুর কাছ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এক দিকে মারাত্মক ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু।
অন্যদিকে বিলীন হওয়ার আশঙ্কায় রয়েছে চারটি গ্রাম শত শত একর ফসলি জমি, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ প্রায় এক হাজার পরিবার। এদিকে অবৈধ ড্রেজার বন্ধ ও নদী শাসনের দাবিতে মানববন্ধন করেছেন এলকাবাসী।
তবে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, পদ্মা সেতুর পিলারের সুরক্ষায় কিছু ড্রেজারের অনুমতি থাকলেও অনেক অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে। আমরা কয়েক দিন আগে ২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি। জাজিরা সীমান্তে অবৈধ ড্রেজার চললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
You must be logged in to post a comment.