আঙ্কারাকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান এরদোগান মিত্রের

Reporter Name / ৪১২ ooo
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ইসরাইল-ফিলিস্তিন চলমান যুদ্ধে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন একেপার্টির শক্তিশালী মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি।

তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইল যদি অবরুদ্ধ গাজার ওপর হামলা বন্ধ না করে, তবে এ যুদ্ধে আঙ্কারার হস্তক্ষেপ করা উচিৎ।

রোববার (২২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি বলেন, গাজাকে রক্ষা করা আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার। ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় কারণেও গাজায় রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিৎ। তাই গাজা রক্ষার স্বার্থে আঙ্কারাকে অবিলম্বে যেকোনো পদক্ষেপ নেয়া উচিৎ।

এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা চার হাজার অতিক্রম করেছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category