ট্রাম্প সপ্তাহান্তের সামরিক অভিযানে বামপন্থী নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে ১৮২৩ সালের মনরো নীতির হালনাগাদ সংস্করণ হিসেবে বর্ণনা করেন। তৎকালীন প্রেসিডেন্ট জেমস মনরোর ঘোষণায় বলা হয়েছিল, লাতিন আমেরিকা অন্য পরাশক্তিদের (তখন ইউরোপ) জন্য ‘বন্ধ’।
সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘মনরো ডকট্রিন গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটাকে অনেক দূর অতিক্রম করেছি।
তিনি আরো বলেন, ‘পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য আর কখনো প্রশ্নের মুখে পড়বে না।’
শেইনবাওম সোমবার পাল্টা মন্তব্য করে বলেন, ‘আমেরিকা কোনো মতবাদ বা কোনো শক্তির অধীন নয়। আমেরিকা মহাদেশ তাদের—যে দেশগুলো এটি গঠন করেছে, সেই দেশের জনগণের।
এরপর থেকেই ট্রাম্প অঞ্চলটির অন্যান্য বামপন্থী সরকার—কিউবা, কলোম্বিয়া এবং মেক্সিকো—সম্পর্কেও হুমকি দিয়েছেন। মেক্সিকোকে তিনি বিশেষভাবে মাদক পাচারের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।