লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইরি সরকার কখনো হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নিতে পারবে না। ইসরাইলি আগ্রাসনের ক্ষেত্রে যোদ্ধারা সব সময় আত্মরক্ষার জন্য প্রস্তুত।
শেখ নাইম কাসেম শুক্রবার (১৮ জুলাই) রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন।
নাঈম কাসেম বলেন, ‘কমান্ডার আলী কারাকি ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর উম্মাহ শহীদদের মাস্টার সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর সাঙ্গে শাহাদাত বরণ করেন। শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।’
লেবাননে প্রতিরোধ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশে শেখ কাসেম বলেন, ১৯৮২ সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক।
তিনি জোর দিয়ে বলেন, ‘এটা সত্য যে প্রতিরোধ বাহিনীর লেবাননের বিরুদ্ধে ইসরাইলি যুদ্ধ ঠেকাতে পারেনি, তবুও তারা শত্রুদের সীমান্ত এলাকা ছাড়িয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে। প্রতিরোধ বাহিনীর সদস্যরা ১৭ বছর ধরে ইসরাইলি আগ্রাসন থেকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখেছে।’
নাঈম কাসেম বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইল একটি নতুন চুক্তি প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে কারণ বর্তমান যুদ্ধবিরতি চুক্তি তাদের স্বার্থের সঙ্গে যায় না। নতুন প্রস্তাবের লক্ষ্য লেবাননজুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করা।’
তিনি বলেন, ‘হিজবুল্লাহ লেবাননের জন্য অস্তিত্বগত হুমকি লক্ষ্য করছে। প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই হুমকি মোকাবিলা করা উচিত।’
তিনি আরও বলেন, যোদ্ধারা হয়তো ক্ষয়ক্ষতি রোধ করতে পারবে না কিন্তু আত্মসমর্পণ শত্রুকে সমগ্র দেশ আক্রমণ করার সুযোগ করে দেবে। ’
You must be logged in to post a comment.