ঈদে বাইকে বাড়ি যাওয়া যাবে না

Reporter Name / ২১৩ ooo
Update : রবিবার, ৩ জুলাই, ২০২২

ঈদ মোট সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়কে রাইড শেয়ারিং করা যাবে না বলে জানানো হয়েছে।

রোরবার সড়ক পরিবহন সচিব এবিএম আমিনুল্লাহ নুরি এই তথ্য নিশ্চিত করেছেন।

এই নির্দেশনা ৭ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত থাকবে বলে জানানো হয়।

ঈদের সাত দিন মোটরসাইকেল চলাচল বন্ধের বিষয়ে সড়ক সচিব আমিনুল্লাহ নুরি বলেন, ‘ঈদের সময় মোটরসাইকেলে রাইড শেয়ারিং করা যাবে না। এক জেলা থেকে মোটরসাইকেল নিয়ে আরেক জেলায় যে মানুষ যায়, হাইওয়েতে এটা করা যাবে না। এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় যাবে না।

‘ঈদের আগের তিন দিন, ঈদের দিন আর ঈদের পরের তিন দিন, কোনো যৌক্তিক কারণ ছাড়া এটা করা যাবে না। কোনো কারণে যদি যেতে হয় তাহলে পুলিশকে জানিয়ে তারপর যেতে হবে। এটা বৈঠকের রেজ্যুলেশন আকারে খুব শিগগিরই বের হবে।’

গত ঈদে হাজার হাজার মানুষ বাইক নিয়ে বাড়ি ফেরে। ফলে বিভিন্ন সড়কে আগে যে দীর্ঘ যানজট দেখা যেত সেটি ছিল না। রাস্তায় গণপরিবহনেও ছিল না বাড়তি ভিড়।

এরপরই পরিবহন মালিকরা মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার সুপারিশ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছে। তারাও এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন।

এ ছাড়া গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরের দিনই সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এমন কি সেতু দিয়ে ঈদের আগে আর বাইক চলাচলের সুযোগ দেয়া হবে না বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category