এস এস সি ফরম পূরণের সর্বোচ্চ ফি ২৪৩৫ টাকা

মেঘনা ডেস্ক / ৯০ ooo
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আগামী বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণে এ ফি দিতে হবে। আর ব্যবসায় শিক্ষা ও মানবিকের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণে লাগবে ২ হাজার ৩১৫ টাকা।

গতকাল বৃহস্পতিবার এসএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পরীক্ষার ফরম পূরণ আগের ঘোষণা অনুযায়ী শুরু হবে ৩১ ডিসেম্বর থেকে। খবর বিডিনিউজের।

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্বাচনি পরীক্ষা নিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করবে। বিলম্ব ফি ছাড়া ৩১ ডিসেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ফি জমা দেওয়া যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। পরীক্ষাপ্রতি ১০০ টাকা হারে বিলম্ব ফিসহ অনলাইনে ফরমপূরণ করা যাবে ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত। বিলম্ব ফিসহ অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

বোর্ড বলছে, পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category