কঠোর লকডাউনে কারখানা খোলা রাখায় জরিমানা

Reporter Name / ২৩৩ ooo
Update : শনিবার, ২৪ জুলাই, ২০২১

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধি নিষেধের মধ্যেও কারখানা খোলা রাখার অপরাধে টঙ্গীতে একটি প্লাষ্টিক পণ্য উৎপাদন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি এ অভিযান পরিচালনা করেন

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক তামান্না রহমান জ্যোতি বলেন, টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় সরকারী নির্দেশনা অমান্য করে এ ওয়ান পলিমার লিমিটেড নামের কারখানাটি তাদের পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে কারখানায় গিয়ে তার সত্যতা পাওয়া যায়। পরে সরকারী নির্দেশনা অমান্য করে কারখানা খোলা রাখায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কারখানা মালিককে ৭০হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এসময় এ ওয়ান পলিমার লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জরিমানার ৭০ হাজার টাকা পরিশোধ করেন। পরে কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category