অভিনেতা ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর দাম্পত্য জীবনের ২৬ বছর পূর্ণ হলো আজ সোমবার। তাই দুই তারকার ভক্তরা নিজেদের ফেসবুক ফ্যানক্লাবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।
মহামারি করোনার কারণে তেমন কোনো বড় আয়োজন না রাখলেও সানী-মৌসুমী ঘরোয়াভাবে উদযাপন করছেন দিনটি। কেক কাটার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দোয়া চেয়েছেন এই দম্পতি। তারা জানিয়েছেন, জীবনের অন্তিম মুহূর্ত কবর পর্যন্ত এমন সুখের জীবন পার করতে চান।
এক সময়কার আলোচিত জনপ্রিয় চিত্রনায়ক সানী ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্, ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়াতে পরিবার পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, চলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে যেন চলতে পারি। তার চেয়ে বড় আমাদের ভক্ত; আপনাদের দোয়াতে বাকি জীবন যেন কবর পর্যন্ত যেতে পারি, দোয়া করবেন।’
১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। তবে কাউকে না জানিয়ে বিয়ে করায় পাঁচ মাস পর ২ আগস্ট তারা আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। ওই হিসেবে তাদের ২৬তম বার্ষিকী আজ সোমবার।
You must be logged in to post a comment.