বিএনপির গণসমাবেশ বানচাল করার জন্যই নয়াপল্টনে দলের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
এর আগে বিকাল ৩টায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সন্ধ্যা ৬টায় সংবাদ লেখা পর্যন্ত থেমে থেমে চলছে সংঘর্ষ। এই সংঘর্ষে একজন নিহত ও শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।
ফখরুল বলেন, আমাদের সমাবেশ বানচাল করার জন্যই এই হামলা। আর যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। এ ঘটনার দায় সরকারকে নিতে হবে। আমি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি।
বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টেন আসেন ফখরুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি। তিনি কেন্দ্রীয় কার্যালয়ের গেটেরর সামনে বসে আছেন।
You must be logged in to post a comment.