গাজীপুরে গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

Reporter Name / ২৩৭ ooo
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে এ সময় গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ আলহাজ্ব শহীদুল্লাহ ও গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ অ্যাডভোকেট মহিউদ্দিন মুহি, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিল মো. রাশেদুজ্জামান জুয়েল মন্ডল। আরও উপস্থিত ছিলেন গাছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য মো. আক্তার হোসেন টিপু, ডা. মো. ইকবাল হোসেনসহ অন্যান্যরা।
প্রধান অতিথি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন,গাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে তিনি একটি ৬তলা ভবন নির্মান করেছেন। তিনি গাছা প্রাথমিক বিদ্যালয়ের একটি বহুতল ভবন নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। তাই বর্তমান প্রজন্মেরর জন্য কাজ করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category