গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে মহানগর আওয়ামী লীগের প্রথম সম্মেলন শনিবার বেলা ১১টার দিকে শুরু হয়।
বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব বাছাই করেন কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান দুই পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
সভাপতি পদে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পুননির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক আতাউল্লাহ মন্ডল।
বিকাল ৫টার দিকে নতুন নেতাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্মেলনটি মহানগর আওয়ামী লীগের হলেও এতে যোগ দিয়েছেন জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গাজীপুর মহানগর ঘোষিত হওয়ার পর এটি প্রথম সম্মেলন। এ কারণে সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে সাজ সাজ রব। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই সবুজ, হলুদসহ বিভিন্ন রঙের টি–শার্ট আর ক্যাপ পরে আসেন।
You must be logged in to post a comment.