চলতি মাসে ৩ কোটি ডোজ টিকা দেওয়ার আশা স্বাস্থ্যমন্ত্রীর

Reporter Name / ২১৩ ooo
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি নভেম্বর মাসে দেশজুড়ে তিন কোটি ডোজ টিকা দেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফার্মার কারখানা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মাসে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। এই মাসেই আশা করি তিন কোটি ডোজ টিকা দেওয়া যাবে।’

১২ থেকে ১৭ বছর বয়সীদের ভ্যাকসিনেশন কার্যক্রম গ্রাম পর্যায়ে পৌঁছে গেছে বলেও এ সময় উল্লেখ করে তিনি।

জাহিদ মালেক বলেন, ‘একজন দিয়ে দেশে করোনায় মৃত্যু শুরু হয়েছিল, গতকালই আমরা সেই একজনে ফিরেছি। এতদিন পর হলেও ভ্যাকসিন ও হসপিটাল সার্ভিসের কারণে মৃত্যু ১-এ নেমে এসেছে।’

এর আগে ডিবিএল ফার্মাসিটিক্যালস ফ্যাক্টরিতে অনুষ্ঠান যোগ দিয়ে মন্ত্রী ঔষধ শিল্পে তাদের যাত্রাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. হাবিব ই মিল্লাত, ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. আবুল বাশার, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াহেদ ও ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category