জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীতে ব্যাংক এশিয়ার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

Reporter Name / ২৭৬ ooo
Update : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীতে ব্যাংক এশিয়ার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল গতকাল রোববার রোববার টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে ব্যাংক এশিয়ার ব্রাঞ্চ ম্যানেজার এফভিপি মো: মইনুর রহমানের সভাপতিত্বে এবং এফ এ ভিপি এবং ম্যানেজার অপারেশন এবিএম সাইফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ মো: গিয়াস উদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, ব্যাংক এশিয়ার সিনিয়র অফিসার মাজহারুল হক, সহকারী অফিসার মো: মোকলেছুর রহমান, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের প্রভাতী শাখার সহকারী প্রধান জাহান আরা বেগম, দিবা শাখার সহকারী প্রধান মজিবুর রহমান, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, প্রভাষক মহসিন মিয়া, সিনিয়র শিক্ষক আবুবকর সিদ্দিক, রতন কুমার ঘোষ, আশরাফ আলী, চৌধুরী আশরাফ হোসেন, মাওলানা মহিউদ্দিন, আলতাফ হোসেন, কামরুল হাসান, আব্দুল কাদের খান, গোলজার হোসেন, মাওলানা খায়রুল ইসলাম মল্লিক, প্রভাষক জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, জাকির হোসেন, সাবিয়া সুলতানা প্রমুখ।
এ সময় ব্যাংক এশিয়া টঙ্গী শাখার ব্রাঞ্চ ম্যানেজার মইনুর রহমান বলেন, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারাদেশে প্রতিটি ব্রাঞ্চের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ব্যাংক এশিয়া টঙ্গী শাখা সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল পালন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category