টঙ্গীতে আলোচিত মাদক ব্যবসায়ী শিরিনসহ গ্রেফতার ৩

Reporter Name / ২০৪ ooo
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী থেকে ২৯২৫ পিস ইয়াবাসহ আলোচিত মাদক ব্যবসায়ী শিরিন আক্তারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৩ এর সদস্যরা। টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের এডঃ আব্দুস সাত্তারের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার তাদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শরীয়তপুর জেলার গোসারহাট থানার গোসাইপাট্রি গ্রামের মৃত মঙ্গল সরদারের মেয়ে শিরিন আক্তার(৪০), কক্সবাজার জেলার রামু থানার উখিয়ার ঘোনা গ্রামের আব্দুর রহিমের ছেলে রুবেল (৩২) ও একই জেলার ঈদগাঁও থানার দক্ষিন মাইজপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে সোহেল (৩১)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৩ এর একটি অভিযানিক দল টঙ্গীর উত্তর আরিচপুর হাফিজ উদ্দিন ব্যাপারী রোডের এডঃ আব্দুস সাত্তারের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৯ শত ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ৬টি মোবাইল ফোন ও নগদ ৬৮ হাজার ৬ শত ৯৫ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ পরস্পরের যোগসাজশে টঙ্গী গাজীপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলে মাদক ব্যবসা করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ জাবেদ মাসুদ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category