টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি
টঙ্গীতে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে অপ্রীতিকর ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেন গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও ট্রাষ্টি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদ। গতকাল সোমবার দুপুরে টঙ্গী বাজার তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় ডা: নাজিম উদ্দিন আহমেদ বলেন, গত ২৪ আগস্ট সকালে হাসপাতালে আমার অফিসে এসে আমার কাজে অব্যাহিত দিয়ে পদত্যাগ পত্রে স্বাক্ষর করতে বলে। আমার সাথে খারাপ আচরণ সহ আমাকে হুমকি প্রদান করিয়া চাপ সৃষ্টি করিতে থাকে। একপর্যায়ে তাহাদের লিখিত কাগজে জোর পূর্বক আমার স্বাক্ষর নেয়। আমি স্বেচ্ছায় স্বাক্ষর করি নাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাঃ নাজিম উদ্দিন আহমেদ হরগঙ্গা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলজের ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ সেক্রেটারী। সেক্টর ২নং এর ১ম হেডকোয়াটার মতি নগর এর চীফ মেডিকেল অফিসার, ত্রিপুরা রাজ্যের সোনামুড়িতে মুক্তিযোদ্ধাদের জন্য ১ম হাসপাতালের প্রতিষ্ঠাতা।পরবর্তীতে সেক্টর ২ এর হেডকোয়াটার মেলাঘরের চীফ মেডিকেল অফিসার। বাংলাদেশ সরকারের অর্থয়ানে ত্রিপুরা রাজ্যের বিশ্রামগঞ্জে প্রতিষ্ঠিত বাংলাদেশ ফোর্সেস হাসপাতালের উপঅধিনায়ক, বাংলাদেশ আমি মেডিকেল কোরের লেফট্যানেন্ট। কিন্তু ষড়যন্ত্র করে ডাঃ কাসেম চৌধুরী ও শিরিন হকের নেতৃত্বে যে নেককার জনক ঘটনার সূত্রপাত করেছে, তারা দূর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে কোটি কোটি টাকা লুটপাট ও চুরি কায়েম শুরু করেছে।
You must be logged in to post a comment.