প্রতিনিধি,টঙ্গী (গাজীপুর)
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে গতকাল শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনের জোড় ইজতেমা। আগামী মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোড় ইজতেমার সমাপ্তি হবে।গতকাল বৃহস্পতিবার রাতে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুুতি হিসেবে এই জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশ-বিদেশের শুরায়ি নেজামের প্রবীণ মুরব্বিরা এরই মধ্যে টঙ্গীতে সমবেত হয়েছেন।
তাবলীগের মুরব্বীরা জানায়,জোড় ইজতেমায় কেবল তিন চিল্লার সাথি এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা অংশ নিতে পারেন। এতে করে জোড়ের স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে। সরকারি সিদ্ধান্তে ২০২৬ সালের ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমার প্রথম দিনে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ইজতেমা ময়দানে মারা যাওয়া মো. নুর আলম (৮০) নোয়াখালী সদর থানার আন্ডার চর কাজীর তালুক গ্রামের সুলতান আহমাদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক বলেন, জোড় ইজতেমায় এসে মাঠে নোয়াখালী খিত্তায় অবস্থান করছিলেন নুর আলম। রাতে ঘুমন্ত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পরে উপস্থিত সাথীরা তাকে চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শুক্রবার জুমার নামাজের পরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
You must be logged in to post a comment.