টঙ্গীর এরশাদ নগর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ৫জন নারী সহ ১০জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৭ নংব্লকে এঘটনা ঘটে।
আহতরা হলেন এরশাদ নগর এলাকার ৭নং ব্লকের জামাল মিয়ার স্ত্রী ফুলবানু বেগম (৩৫), ফুলবানুর ছেলে হিরা মিয়া (১৮), মেয়ে আমেনা আক্তার (২৪), খালাতো বোন সকিনা (২৫), স্মৃতি আক্তার (১৫) কিরনী বেগম (৩৪) সহ আরো ৪জন।
এ ঘটনায় হিরা মিয়া (১৮) কে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়। তার মাথার পেছনে অংশে, বুকের বাম পাশে, ও পিঠে গুরুত্বর জখমের পাওয়া গেছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ—পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ চলছিলো। পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.