টঙ্গীতে ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ২৪২ ooo
Update : সোমবার, ৯ আগস্ট, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ডিজএবলড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) এর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিবন্ধী অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড টঙ্গী উন্নয়ন প্রকল্প (টিডিপি) কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা—৩ আসনের সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শবনম জাহান শিলা।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামী জীবনে বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন একজন মহীয়সী, বিচক্ষণ ও ত্যাগী নারীযোদ্ধা। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর হাত থেকে দেশের মানুষকে বাঁচার জন্য দ্রুত বিনামূল্যে দেশব্যাপী টিকা প্রদানের ব্যবস্থা করে মানবিক ও বলিষ্ঠ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টিডিপির প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ভূঁইয়া, টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেত্রী নুর জাহান মণি, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ, ডিআরআরএ নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলিমা আক্তার লিলি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category