টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু ২

Reporter Name / ২৩৩ ooo
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

 গাজীপুরের টঙ্গীতে বিদ্যুতায়িত হয়ে দুই অটো  চালকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর বউবাজার এলাকায় স্বপনের গ্যারেজে এ ঘটনা ঘটে।
মৃতদের নাম হারুন মিয়া(৪০) সে রংপুর জেলার পীরগাছা থানার সন্দিপাড়া গ্রামের মোহাম্মদ মনতাজ মিয়া ছেলে ও জামালপুর জেলার ইসলামপুর থানার পেচার চর গ্রামের কিতাব আলীর ছেলে লিটন(১৮)।
উপ পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম হারুনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার ভোরে ওই গ্যারেজে ব্যাটারি চালিত রিকাশায় ব্যাটারি চার্জদেয়া শেষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয় হারুন। এ সময় অপর অটো চালক লিটন তাকে উদ্ধার করতে গেলে বৈদ্যুতিক তারের সংষ্পর্ষে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ হারুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্যারেজ মালিক স্বপন বলেন, রাত ভর ব্যাটারী চালিত রিকশায় চার্জ দেয়া শেষে ভোরে হারুন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়। এ সময় লিটন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে পুলিশের উপস্থিতিতে বিনা ময়নাতদন্তে লিটনের স্বজনেরা লাশ নিয়ে গ্রামের বাড়ি জামালপুর জেলায় রওনা দেন।
উপ পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম বলেন,পুলিশের উপস্থিতিতে লাশ নিয়ে যাওয়ার কথাটি সত্য নয়।আমরা লিটনের পরিবারের লোকজনদের ফোন করে লাশ নিয়ে আসতে বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category