টিভিতে দেখা গেল মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুবকে

Reporter Name / ২৪৭ ooo
Update : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

আফগানিস্তানের কট্টরপন্থী শাসক তালেবান গণমাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে বুধবার টেলিভিশনে প্রচারিত একটি অনুষ্ঠানে প্রথমবারের মতো দেখা দিয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এবং বর্তমানে তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব।

নতুন প্রতিরক্ষামন্ত্রী স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিনিয়োগ করার জন্য আবেদন করেছেন। আভাস দিয়েছেন তালেবানের বর্তমান শাসকরা আগের ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। খবর এনডিটিভির।

কাবুলের সর্দার মোহাম্মদ দাউদ খান সামরিক হাসপাতালে ইয়াকুব বলেন, ‘আসুন, এখানে কিছু টাকা খরচ করি। এখানে ব্যবসায়ী ভাইদের এগিয়ে আসতে হবে। এখানে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে তাদের সহায়তা দরকার। ডাক্তারদেরও আসতে হবে ভূমিকা রাখার জন্য।’

দীর্ঘমেয়াদী যুদ্ধের কারণে আফগানিস্তানের স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার অধীন তালেবানের ফিরে আসার পর থেকে দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ বিদেশে চিকিৎসা নিতে চাইছে। অন্যদিকে তালেবান শাসন থেকে পালিয়ে যেতে ইচ্ছুক মানুষদের কারণে সীমান্তে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

মোল্লা ওমরের ছেলে ইয়াকুব একসময় শক্তিশালী সামরিক কমিশনের প্রধান ছিলেন এবং তালেবানে তার প্রয়াত বাবার লৌহকঠিন অবস্থানের কারণে সুবিধাভোগীও হয়েছিলেন। তবে নতুন সরকারের সবচেয়ে ওপরের পদগুলো মোল্লা ওমরের সহযোদ্ধাদের দখলে গেছে। তাদের মধ্যে প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ এবং তার ডেপুটি আবদুল গনি বারাদারও আছেন।

নব্বইয়ের দশকে তালেবানের প্রথম শাসনামলে আন্দোলনের সর্বোচ্চ নেতা হিসেবে ইয়াকুবের বাবা মোল্লা ওমর খুব কমই জনসমক্ষে উপস্থিত হতেন। তার ছবি দেখানোও নিষিদ্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category