ঢাকা—চট্টগ্রাম,সিলেট লাইনে ট্রেন চলাচল শুরু \ তদন্ত কমিটি গঠন

Reporter Name / ২৩৯ ooo
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : ঢাকা—চট্টগ্রাম, ঢাকা—সিলেট লাইনে ট্রেন চলাচল গতকাল মঙ্গলবার সাড়ে ৬টার দিকে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় টঙ্গীতে মালবাহী একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে এ রোডে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গীর বিমানবন্দর স্টেশনের স্টেশন মাষ্টার হালিমুজ্জামান জানায়, দুপুর দেড়টায় ঢাকা থেকে উদ্ধার কর্মী ও রিলিফ ট্রেন এসে ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে দীর্ঘ ৮টার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় কারণে দেখা দিয়েছে ট্রেনের সিডিউল বিপর্যয়। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।
এদিকে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেন, এরই মধ্যে দুর্ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category