দীর্ঘদিন ভুগে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা ডেনিশ কার্টুনিস্টের মৃত্যু

Reporter Name / ২৩৮ ooo
Update : সোমবার, ১৯ জুলাই, ২০২১

মুহাম্মদ (স.) কে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করা ডেনিশ কার্টুনিস্ট কুর্ট ওয়েস্টারগার্ড মারা গেছেন।

রোববার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তার পরিবার জানায়, ১৪ জুলাই কোপেনহেগেনে তার মৃত্যু হয়। ৮৬ বছর বয়সী ওয়েস্টারগার্ড দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডেনমার্কের এ কার্টুনিস্ট রক্ষণশীল জাইল্যান্ডস-পোস্টেন পত্রিকায় ১৯৮০ সালের আগে থেকে কাজ করতেন।

তার আঁকা কার্টুন ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদো-তে প্রকাশিত হলে তা বিশ্বব্যাপী মুসলিমদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। ২০১৫ সালে ওই ম্যাগাজিনটির কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। আর দুই হামলাকারী নিহত হন। এর কয়েকদিন পর প্যারিসে আরেকটি হামলায় ৫ জন নিহত হয়। সেই হামলার সঙ্গে আগের হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করা হয়।

ডেনমার্কের নাগরিক কার্ট ১৯৮০’র দশক থেকেই রক্ষণশীল পত্রিকা জিল্যান্ড-পোস্টেন এ কার্টুনিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। এই পত্রিকায় ২০০৬ সালের শুরুর দিকে ‘দ্য ফেস অফ মুহাম্মদ’ শিরোনামে ১২টি ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়। তবে তা প্রকাশের পর অনেকটাই আড়ালে চলে গেলেও একটি নির্দিষ্ট ব্যঙ্গচিত্রের জন্য দুই সপ্তাহ পর এগুলো প্রকাশ্যে আসে। পরবর্তীতে কোপেনহেগেনে এর তীব্র বিরোধীতা করা হয়। ২০০৬ সালের ফেব্রুয়ারীতে মুসলিম বিশ্বে এন্টি-ডেনিশ মুভমেন্টের মূল কারণও ছিলো এই ব্যঙ্গচিত্র। সূত্র : ডেইলি মেইল, বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category