বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তবে নির্বাচনে অংশ নেবেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।
এনসিপির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন উল্লেখ করে নাহিদ বলেন, আজকের এই দিনে সারা বাংলাদেশে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এই দিনটি আরও একটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কার,ণ জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত দক্ষ ও সফল মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করলেন।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। তিনি আসন্ন নির্বাচনে নিজে অংশগ্রহণ করবেন না, বরং দলের মনোনীত প্রার্থীরা যাতে জয়ী হয়ে সংসদে গিয়ে মানুষের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এ কারণে আসিফ মাহমুদকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে তিনি এই দলে যোগদান করবেন এবং তার এই যোগদানের মাধ্যমেই সেই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।