পদ্মা সেতুতে বুধবার সকাল থেকে ৩৭ নম্বর পিলার থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়।
পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘প্রথমদিন সড়কপথের দুই লেনে ৪৩০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থে কার্পেটিং করার টার্গেট নিয়েছে প্রকৌশলীরা। পুরো সেতুতে কার্পেটিং সম্পন্ন করতে সময় লাগতে পারে ৩-৪ মাস।’
তিনি জানান, প্রথমদিন পদ্মাসেতুর ৩৭ নম্বর পিলার থেকে কার্পেটিং শুরু হয়ে শেষ হবে ৪০ নম্বর পিলারে গিয়ে। বর্তমানে ৬০ মিলি মিটার পুরুত্বে কার্পেটিং হচ্ছে। এরপর আবার ৪০ মিলিমিটার পুরুত্বে কার্পেটিং করা হবে। সড়কপথে ৪ মিলিমিটার পুরুত্বে ওয়াটার প্রুফ লেয়ারের ওপর কার্পেটিং করা হচ্ছে। বর্তমানে সড়কপথের দুইটি লেনে কাজ হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে ৪ লেনে কার্পেটিং করা হবে।
প্রকৌশলী সূত্রে জানা যায়, পেভার মেশিন দিয়ে কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে। এ মেশিনটি ঢালাইয়ের মিশ্রণকে সড়কে ঢেলে দেয়। এরপর রোলার মেশিনগুলো সমান করার কাজটি করে থাকে।
উল্লেখ্য, ৩১ অক্টোবর পর্যন্ত পদ্মাসেতুর কাজের অগ্রগতি ৯৫ শতাংশ। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৮.৭৫ শতাংশ।
You must be logged in to post a comment.