পাসপোর্ট ফেরত পাচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান

Reporter Name / ২৫৭ ooo
Update : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

গত বছর বলিউডের অন্যতম আলোচিত ঘটনা ছিল আরিয়ান খানের গ্রেফতার। শাহরুখপুত্রের বিরুদ্ধে মাদকসেবন, বিক্রিসহ নানা অভিযোগ উঠেছিল।আরিয়ানকে কারাবাসও করতে হয়েছে গ্রেফতার হওয়ার পর। পরে অবশ্য আরিয়ান নির্দোষ প্রমাণিত হন। তবে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল তাকে। অবশেষে তাকে পাসপোর্ট ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জামিন পাওয়ার কয়েক মাস পরেই মাদক-কাণ্ডে বেকসুর ছাড়া পান আরিয়ান। তবে জামিনের শর্ত মেনে জমা রাখতে হয়েছিল পাসপোর্ট। সম্প্রতি পাসপোর্ট ফিরে পেতেই আদালতে আবেদন করেছিলেন আরিয়ান। সেই আবেদনে সাড়া দিয়েছেন আদালত। মাদক সেবনের কোনও প্রমাণ মেলেনি তার বিরুদ্ধে। তাকে পাসপোর্ট ফিরিয়ে দিতে কোনও রকম আপত্তি জানায়নি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানের বিরুদ্ধে আর কোনও তদন্তের প্রয়োজন নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ান ও তার সঙ্গীদের গ্রেফতার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। মুম্বাইয়ের আর্থার রোড জেলে ২৮ দিন কারাবন্দি ছিলেন আরিয়ান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জামিনে ছাড়া হয়েছিল তাকে। তবে ১৪টি কঠোর শর্ত দেওয়া হয়েছিল। যেমন দেশের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। প্রথম কয়েক মাস এনসিবি দপ্তরে সাপ্তাহিক হাজিরাও দিতে হয়েছে তাকে। এ বার তুলে নেওয়া হল জামিনের জন্য আরোপিত যাবতীয় শর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category