পুলিশের সাথে মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষে রণক্ষেত্র কারওয়ান বাজার

মেঘনা ডেস্ক / ২৭ ooo
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার ব্যবস্থা (এনইআইআর) চালুর প্রতিবাদে ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার সড়ক অবরোধে নামেন আন্দোলনকারী। পরে সোয়া ১২টা পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় তাদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। একইসাথে টিয়ারশেল, জলকামান ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপের খবর পাওয়া গেছে।

ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) এই আন্দোলনে কারওয়ান বাজার মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন।

এতে ব্যবসায়ীরা কাঁঠালবাগানের দিকে অবস্থান নেন এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এরপর তারা আবার কারওয়ান বাজার মোড় অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্বিতীয় দফায় জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category