খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী

Reporter Name / ৪৯৫ ooo
Update : সোমবার, ১২ জুন, ২০২৩

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সব কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

সোমবার (১২ জুন) মোট ২৮৯ কেন্দ্রের বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে খুলনা সিটিতে তৃতীয় মেয়াদে মেয়র হলেন তালুকদার আব্দুল খালেক।

অন্যান্য প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

বরিশাল সিটি কর্পোরেশনের ১২৬ টির মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাথমিক ফলাফলে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭,৭৫২ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪,৩৪৫ ভোট।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category