বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে

Reporter Name / ২৪০ ooo
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

গত ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট পর্যন্তই চলবে। আজ মঙ্গলবার সচিবালয়ে ‘লকডাউন’ সম্পর্কিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে সভার সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চলমান বিধিনিষেধ ৫ আগস্ট পর্যন্তই চলবে। শিল্পপতিরা বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি শুরু হবে। এ সময় জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে আরও জোরদার করবে।

প্রসঙ্গত, মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সব ধরনের দোকানপাট, গণপরিবহন এবং শিল্পকারখানা বন্ধ রেখে গত ২৩ জুলাই সকাল ৬টায় শুরু হয় ১৪ দিনের কঠোর বিধিনিষেধ, যা চলবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category