বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা, বাদ শান্ত-জাকের

ক্রীড়া ডেস্ক / ২৮ ooo
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। মুস্তাফিজুর রহমান ইস্যুতে লিগ পর্বের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি জাকের আলি অনিক। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে দলে রাখা হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে।

বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় আছেন নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আলিস ইসলাম। ভালো করা এসব ক্রিকেটারের দিকেও নজর রাখছেন নির্বাচকরা।

এ কারণে ঘোষিত প্রাথমিক স্কোয়াডে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনার সুযোগ রাখছে বিসিবি। এ জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত। এর পর স্কোয়াডে কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে পরের দুটি ম্যাচ খেলবে দলটি। লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস এবং সহঅধিনায়ক সাইফ হাসান। বাকিদের মধ্যে আছেন: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category