ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর বাস ধর্মঘট প্রত্যাহার

Reporter Name / ২১৫ ooo
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভাড়া বাড়ানোর দাবিতে হঠাৎ শুরু হওয়া বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, আগামীকাল সোমবার থেকে বাস ভাড়া বাড়ছে, এ সিদ্ধান্ত হওয়ার পর দেশব্যাপী চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দেশজুড়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জেরে পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়ানোর দাবি জানান পরিবহন মালিকরা। তাদের বেধে দেওয়া সময়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন পরিবহন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category