প্রয়োজন অনুযায়ী করোনার টিকা পাচ্ছে না দরিদ্র দেশগুলো; এ কারণে এই মহামারি আগামী বছরও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমন পূর্বাভাস দিয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রুস আইলওয়ার্ড বলেন, দরিদ্র দেশগুলোর প্রয়োজনীয়সংখ্যক টিকা না পাওয়ার অর্থ হলো, করোনা সংকট অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হবে।
তিনি বলেন, অর্থাৎ করোনা মহামারি ২০২২ সালেও গভীরভাবে বিদ্যমান থাকতে পারে।
বিশ্বের অন্যান্য মহাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ যেখানে টিকা পেয়েছেন, সেখানে আফ্রিকা মহাদেশের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে।
ইতিমধ্যে টিকার অভাবে থাকা দেশগুলোকে এক কোটির বেশি ডোজ টিকা সরবরাহ করেছে যুক্তরাজ্য। মোট ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
ডব্লিউএইচওর কর্মকর্তা ব্রুস বলেন, টিকাদানের ক্ষেত্রে আমরা সঠিক গতি পথে নেই। আমাদের সত্যিই এই কার্যক্রমকে গতিশীল করা দরকার।
You must be logged in to post a comment.