মোল্লা বারাদারের মৃত্যুর খবর অস্বীকার করলো তালেবান

Reporter Name / ২১৮ ooo
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান আফগানিস্তান সরকারের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের মৃত্যুর খবর অস্বীকার করেছে গোষ্ঠীটি। গতকাল সোমবার সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতে তার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের মধ্যকার গ্রুপগুলোর বন্দুকযুদ্ধে তিনি মারাত্মক আহত হয়েছেন। পরে তার মৃত্যু হয়।

 

 

 

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের মুখপাত্র সুলাইল শাহিন এক অডিও বার্তায় মোল্লা আব্দুল গনি বারাদার আহত ও তার মৃত্যুর খবর অস্বীকার করেছেন।

 

 

 

 

 

 

টুইটারে তিনি বলেন, ‘খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।’

 

তালেবান একটি ভিডিও ফুটেজও শেয়ার করেছে। সেখানে দেখা যায়, কান্দাহারে বৈঠক করছেন মোল্লা বারাদার। তবে তাৎক্ষণিকভাবে এটির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category