সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা জানাতে ইরানের রাস্তায় দাঙ্গার বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক / ১৯ ooo
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ইরানজুড়ে বিশৃঙ্খলার বিরুদ্ধে বিভিন্ন শহরে সরকারপন্থী বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারক জানিয়েছে, বিক্ষোভকারীরা সরকারের সমর্থনে স্লোগান দেয় এবং দাঙ্গা সৃষ্টিকারীদের ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ নিন্দা করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী তেহরানের পাশাপাশি বিরজান্দ, জাহেদান, জানজান, ইলাম, কেরমান, কোম, রাশত, হামেদান ও শাহরেকোর্দ শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছিলেন, দাঙ্গাবাজদের সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জড়িত থাকার প্রমাণ রয়েছে।

পশ্চিমা নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইরানি রিয়ালের তীব্র দরপতনের মুখে গত ২৯ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করে। ৩০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অস্থিরতায় যোগ দেয়- এরপর বেশিরভাগ বড় শহরে ছড়িয়ে পড়ে।

রুশ বার্তা সংস্থা তাস বলছে, দাঙ্গাবাজদের কর্মকাণ্ডের ফলে ৮ জানুয়ারি রাতে বিক্ষোভে তিন বছরের এক শিশুসহ কমপক্ষে ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৮ জন আইন প্রয়োগকারী কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category