টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আতিকের পিতা, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সাইদুর রহমান মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হৃদরোগ জনিত কারনে ইন্তকাল করেছেন ( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর টঙ্গীর ফকির মার্কেট জামে মসজিদে জানাজা নামাজ শেষে পাগার মন্ডল বাড়ি পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
You must be logged in to post a comment.