স্থানীয় নির্বাচনে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বাধা নেই: ফখরুল

Reporter Name / ২৬৯ ooo
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা ঠিক নয়। তাই বিএনপি এই নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না। তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাতীপাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সরকারের হাতে নির্বাচনব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে তবে নির্বাচন কমিশন কিছুই করতে পারে না।

সরকার কারও মতামত গ্রহণ করে না অভিযোগ করে তিনি বলেন, নিজের মতো করে নির্বাচন করার জন্য তারা সমস্ত কিছু সাজিয়ে নেয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রসঙ্গ টেনে তিনি তার (ওবায়দুল কাদের) ও তার দলের (আওয়ামী লীগ) চেহারা আয়নায় দেখার পরামর্শ দেন। সেই সঙ্গে  জনগণের ভাষা বোঝা উচিৎ বলে তিনি মন্তব্য করেন মির্জা ফখরুল। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category