আন্তনগরে ২৬.৫ ও আন্তজেলায় ২৭ শতাংশ বাস ভাড়া বাড়ছে

Reporter Name / ২১৪ ooo
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ঢাকা ও চট্টগ্রাম শহরের অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ এবং আন্তঃজেলা বাসের ভাড়া ২৭ শতাংশ বাড়ছে।

বাস ভাড়া পুনর্নির্ধারণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি কমিটি আজ রোববার এই নতুন ভাড়া নির্ধারণ করে।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আগামীকাল সোমবার থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে।

তবে এই ভাড়া সিএনজি চালিত বাসের জন্য প্রযোজ্য হবে না।

আজ সকাল সাড়ে ১১টায় এই বৈঠক শুরু হয়। সরকারি কমিটির সদস্য, পরিবহন নেতা, জ্বালানি বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। রুদ্ধদ্বার বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

আন্তজেলা বাস ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম শহরে চলাচলকারী বাসের ক্ষেত্রে ১ টাকা ৭০ পয়সা থেকে ভাড়া বাড়িয়ে ২ টাকা ১৫ পয়সা এবং মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ধার্য করা হয়েছে যথাক্রমে ১০ ও ৮ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category