আর্জেন্টিনার জয়ে লিওনেল মেসিকেই ত্রাতা হতে হলো। তার গোল ও অ্যাসিস্টেই গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্কালোনির শিষ্যরা। আর ম্যাচে গোল করেন দেশটির প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেন মেসি।
শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে মেসি ও ম্যারাডোনা যেন এক বিন্দুতে পৌঁছে গেলেন। কেননা আজ মেসি নিজের ২১তম বিশ্বকাপ খেলতে নেমেছেন। যা আর্জেন্টিনার হয়ে এতদিন রেকর্ড ২১টি ম্যাচ খেলে শীর্ষে ছিলেন ম্যারাডোনা। আজ দুজনেই সমান।
অপরদিকে ২১ ম্যাচে ম্যারাডোনা ৮টি গোল করেছিলেন। মেসিও আজ ২১ ম্যাচে ৮টি গোল পূর্ণ করলেন। তবে এই কাতার বিশ্বকাপে দুটি রেকর্ডেই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মেসির
যদিও আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চে সর্বোচ্চ গোলদার রেকর্ডে এখনও শীর্ষে অবস্থান করছেন গাব্রিয়েল বাতিস্তুতা। তিনি করেছেন ১০টি। মেসিকে এই রেকর্ড ভাঙতে হলে আরও অন্তত ৩টি গোল করতে হবে।
এদিকে জাতীয় দলের হয়ে এই নিয়ে টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন মেসি।