ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্য উত্তেজনা নতুন মোড় নিয়েছে। হামাস-ইসরাইলের যুদ্ধের মধ্যেই তেহরান-তেলআবিবের মধ্যে যুদ্ধাবস্থার সৃষ্টি হয়েছে। চরম উত্তেজনা বিরাজ করছে এই অঞ্চলে।
মঙ্গলবার ফোনকলে রাশিয়ার প্রেসিডেন্ট রাইসিকে বলেন, ইসরাইলে ইরানের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষ সংযত আচরণ করবে এমন প্রত্যাশা আমার।সতর্ক করে দিয়ে তিনি বলেন, সীমান্ত উত্তেজনা এই অঞ্চলে সর্বনাশা পরিস্থিতির সৃষ্টি করবে।
পুতিন আশা প্রকাশ করে বলেন, কোনো পক্ষই যুদ্ধাবস্থা তৈরি করবে না।
পুতিনের ইরানের প্রেসিডেন্ট ইসরাইলের হামলার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন, হামলা সীমিত আকারে হয়েছে। আর আক্রমণের চিন্তা নেই ইরানের।
দুই প্রেসিডেন্টই একমত হন বর্তমান পরিস্থিতির জন্য দায়ী ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের শেষ না হওয়া।দুই নেতাই অনতিবিলম্বে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান।
তারা দুজন রাশিয়া-ইরান সম্পর্ক নিয়ে কথা বলেন। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন তারা।
You must be logged in to post a comment.