আজ মঙ্গলবার বিকেলে বিএফডিসির খোলা প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরের নেতৃত্বে শপথ গ্রহণ করেন সমিতির সদস্যরা। শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় চিত্রনায়িকা ময়ূরীর মেয়ের সাক্ষাৎকার নিতে গেলে শিল্পীদের সঙ্গে ইউটিউবারদের বিবাদের সূত্রপাত। একপর্যায়ে জয় চৌধুরী, শিবা শানু, আলেকজান্ডার বোসহ কয়েকজন অভিনয়শিল্পী সাংবাদিক–ইউটিউবারদের ওপর হামলা করেন। এ ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শিবা সানুর সঙ্গে ইউটিউবারদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কথা-কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকেরা হাজির হলে তাঁদের সঙ্গেও বাগ্বিতণ্ডা শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় নেতৃত্ব দেন শিবা শানু, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো।