এভারকেয়ার হাসপাতালের পথে বেগম খালেদা জিয়া

Reporter Name / ২৩৬ ooo
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

ছয় দিন পর ফের হাসপাতালের উদ্দেশে বাসা ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন।

জানা গেছে, খালেদা জিয়াকে ভর্তি করে প্রয়োজনীয় সব পরীক্ষা করার সকল প্রস্তুতি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে

গত ২২ আগস্ট খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে বিএনপি চেয়ারপারসনের হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা; যেমন ইকো, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম ও এক্সরে করা হয়েছিলো। সেগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরে মেডিক্যাল বোর্ড আরো কয়েকটি পরীক্ষার জন্য জরুরিভাবে হাসপাতালে ভর্তির সুপারিশ করেন। তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া রোববার হাসপাতালে ভর্তি হচ্ছেন।

হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category