গাজীপুরের টঙ্গীতে এশিয়া হসপিটালের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে টঙ্গীর বনমালা রোড এলাকায় এশিয়া হসপিটালের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, এশিয়া জেনারেল হসপিটালের চেয়ারম্যান আবু সাঈদ মোল্লা, নিউ ব্লোন স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেন, টঙ্গী থানা যুবলীগের সাবেক সভাপতি এম এ সাত্তার মোল্লা, ইম্পেরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছ, আলাউদ্দিন মোল্লা, হাসান উদ্দিন মোল্লা প্রমুখ।
হসপিটালের চেয়ারম্যান আবু সাঈদ মোল্লা বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এই জায়গায় একটি হাসপাতাল আমি সন্তান হিসাবে বাবার স্বপ্ন পুরন করতে পেরে খুব আনন্দিত। এই হাসপাতাল পর্য়ায়ক্রমে টঙ্গী তথা গাজীপুরে সর্বাধুনিক সুবিধা সম্বলিত হাসপাতাল হিসাবে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে।