কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুনে মৃত্যু বেড়ে ৪৪

Reporter Name / ২২৪ ooo
Update : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট নিহত হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে ১ জন, ঢামেক হাসপাতালে ৩৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জনের মরদেহ রয়েছে।

 বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। এবং ভবন থেকে লাফিয়ে নামা ২০ আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ঘটনাস্থলে ৬টি ইউনিট কাজ শুরু করে।

পরে আরো ৬টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়।
এ ছাড়া পরবর্তীতে ৩ প্লাটুন সাধারণ আনসার ও ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) সদস্য মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category