আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও তার মিত্রদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে কাবুলের আকাশে যুক্তরাষ্ট্রের সশস্ত্র যুদ্ধবিমান চক্কর দিচ্ছে। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ তথ্য জানায়।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, কাবুল শহরের নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখতে এবং যেকোনো হুমকি থেকে আমাদের লোকজন ও অভিযানের সুরক্ষা নিশ্চিত করতেই মার্কিন যুদ্ধবিমানগুলো কাজ করছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
তিনি আরও বলেন, কাবুল পতনের পর থেকে তালেবানের পক্ষ থেকে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়নি যুক্তরাষ্ট্র। তালেবান যোদ্ধাদের কাবুল বিমানবন্দরে মার্কিন নাগরিকদের চলাচলে বাধা দেয়নি।
কিরবি বলেন, ‘আমরা তালেবানকে একদম স্পষ্ট করে জানিয়েছি, বিমানবন্দরে আমাদের অভিযানকে ঘিরে কোনো হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে।’
কাবুল বিমানবন্দরের নিরাপত্তায় বর্তমানে পাঁচ হাজারের বেশি সেনা রয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল উইলিয়াম টেইলর জানান, আফগানিস্তান থেকে প্রায় সাত হাজার মানুষকে এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। কাবুল বিমানবন্দরের একাধিক ফটক খুলে দেওয়া হয়েছে।
You must be logged in to post a comment.