পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুর জেলার টঙ্গীতে জশনে জুলুশ মিলাদ অনুষ্ঠিত হয়েছে। গাওসিয়া কমিটি বাংলাদেশ গাজীপুর মহানগর ও টঙ্গী শাখা এ জশনে জুলুস মিলাদের আয়োজন করে। এতে শত শত মানুষ অংশ গ্রহন করে। সোমবার গাজীপুর মহানগরের শিল্পাঞ্চল খ্যাত গাজীপুর সিটির টঙ্গী আঞ্চলিক অফিস থেকে জশনে জুলুস মিলাদ শুরু হয়। এটি ঢাকা ময়মনসিংহ রোড প্রদক্ষিণ করে টঙ্গী প্রেসক্লাব চেরাগ আলী টঙ্গীবাজার হয়ে টঙ্গীর মিলগেইট নুর মদিনা মাদ্রাসায় এসে শেষ হয়। জশনে জুলুস মিলাদের নেতৃত্ব দিয়েছেন গাওসিয়া কমিটি গাজীপুর মহানগরের সাধারন সম্পাদক মফিজুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন টঙ্গী মন্নু জামে মসজিদ এর ইমাম সাখাওয়াত হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, টঙ্গীর নুর মদিনা মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। জশনে জুলুসে অংশগ্রহণকারীরা কলেমা খচিত পতাকা, প্ল্যাকার্ড, ফেস্টুন বহন করেন। জশনে জুলুসে ‘ইয়া নবী ছালামু আলাইকা’, ‘ইয়া রাসূল ছালামু আলাইকা’ কাসিদা গজলে অংশগ্রহণকারীরা নারায়ে তকবিরসহ নানান স্লোগানে স্লোগানে টঙ্গীর রাজপথ মুখরিত করে তোলেন। জুলুস শেষে নুর মদিনা মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় হযরত মাওলানা আবদুল্লা আল মামুন,টঙ্গীর নুর মদিনা মাদ্রাসার প্রধান শিক্ষক নুরুউদ্দিন, নুর মদিনা মাদ্রসার শিক্ষক নজরুল ইসলামসহ অন্যারা অংশ নেন।