গাজীপুরে টিকাকেন্দ্রে ধাক্কাধাক্কি-হট্টগোল, কার্যক্রম বন্ধ ১ ঘণ্টা

Reporter Name / ৩৭৭ ooo
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহীতাদের মধ্যে ধাক্কাধাক্কি-হট্টগোলের কারণে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক ঘন্টা পর ফের টিকাদান কার্যক্রম চালু হয়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছিল। সকাল থেকেই শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে টিকা নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লাইন ভেঙ্গে সামনে যাওয়ার চেষ্টা করেন। এতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও হট্টগোল শুরু হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় টিকা নিতে না পারায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

গাজীপুর সিভিল সার্জন ড. মো. খায়রুজ্জামান বলেন, করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। কয়েক হাজার লোক একসঙ্গে টিকা নিতে এসেছেন। একসঙ্গে সবাইকে টিকা দেওয়া সম্ভব নয়। সবাইকে পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে। সবার মাঝে সহযোগি মনোভাব থাকা দরকার।

তিনি আরও বলেন,টিকা গ্রহীতাদের মধ্যে ধাক্কাধাক্কি-হট্টগোল শুরু হলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় ঘন্টা খানেক পর টিকাদান কার্যক্রম চালু করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category