টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি
টঙ্গী বাসীর দীর্ঘদিনের দাবীতে ভাদাম-আশুলিয়া, গুটিয়া-বাকরাল ও গাছা বঙ্গবন্ধু কলেজে থেকে প্রত্যাশা ব্রিজ পর্যন্ত তিনটি নতুন রাস্তা নির্মানের ঘোষনা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি গতকাল শনিবার টঙ্গী মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক (৪তলা) ভবন, দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট দেড় তলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, টঙ্গীর শিংবাড়ী মোড় হইতে ভাদাম পর্যন্ত ড্রেন ও আর সি.সি.ঢালাই নতুন রাস্তার উদ্বোধন উপলক্ষ্যে উক্ত স্কুল মাঠে আয়োজিত এক সভায় এ ঘোষনা দেন। উক্ত স্কুলের গভনিং বডির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলীম মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, ৫৬নং ওয়ার্ড কা্উন্সিলর আবুল হোসেন,৫৩নং ওয়ার্ড কাউন্সিলর সোলেমান হায়দার,৫০ ওয়ার্ড কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন , টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গালস্ কলেজ অধ্যক্ষ মো আলাউদ্দিন মিয়া, প্রভাষক মাহবুব-উল-আলম, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিন্নত আলী, দেওড়া মুদাফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার, মহান নগর যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর ছাত্র লীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টংগী থানা ছাত্রলীগের সভাপতি মোঃ মেহেদী হাসান কানন প্রমুখ।
সভায় যুব ও ক্রীড়া মন্ত্রী জাহিদ আহসান রাসেল আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তার যোগ্যনেতৃত্বের কারনে পদ্মার বুকে পদ্মাসেতু নির্মান কাজ সম্পন্ন হয়েছে। আগামী ২৫ শে জুন পদ্মাসেতু উদ্ধোধনের পর ঢাকার সঙ্গে ফরিদপুরসহ আরো ২২টি জেলার যোগাযোগ সহজতর হবে।
সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন কে একটি আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন ও পরবর্তীতে জাতীয় নির্বাচনে প্রধান মন্ত্রীর আসনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে বসিয়ে দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখবো।
You must be logged in to post a comment.