এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা ৭টি পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকাত দলের সর্দার মারুফ হোসেন ও তার সহযোগী এনামুল, আমিনুল ইসলাম, শামীম হোসেন ও আব্দুল আহাদ।
তাদেরকে গাজীপুর ও হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। সকালে মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সহকারি উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ এসব তথ্য জানান।
এসময় তিনি আরো জানান, গত পহেলা সেপ্টেম্বর নগরীর বাসন এলাকায় চালক সেলিমকে হত্যা করে তাঁর পিকআপ ভ্যান ছিনতাই করে নিয়ে যায় ওই ডাকাত দল। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ঘাতকদের শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।
You must be logged in to post a comment.