শনিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) জাকির হাসান জানান, গত বৃহস্পতিবার ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, গাইবান্ধার হাফিজুর রহমান ওরফে রানা (২২) , মো. ফিরোজ ওরফে কেরানী (২২), রংপুরের এরশাদ ওরফে সাবু (২৫), ঝালকাঠির আকাশ ওরফে রানা (২০) এবং নয়ন মল্লিক (২৭)।
জাকির হাসান জানান, গত ১৮ অগাস্ট রাতে ভাড়া করার নামে কৌশলে পিকআপটি লুট করে তারা।
এ ঘটনায় পিকআপ মালিক মো. সুজন কাশিমপুর থানায় মামলা করেন।
পরদিন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঢাকার গাবতলী, আদাবর, গাজীপুরের কাশিমপুর এবং ভোগড়ায় অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যে পিকআপটি উদ্ধার করা হয়েছে বলেন তিনি।
You must be logged in to post a comment.