গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

Reporter Name / ২৬০ ooo
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

গাজীপুর জেলা কারাগারে বন্দি আব্দুর রহিম (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মৃত্যু হয়। তিনি শ্রীপুর উপজেলার ডালেশ্বর এলাকার আবুল হোসেনের ছেলে।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, আব্দুর রহিম গাজীপুরের শ্রীপুর থানায় মারামারি মামলায় গ্রেপ্তার হন। আদালতের নির্দেশে ২৫ জুন তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। সেই থেকে দিনি এ কারাগারেই বন্দি ছিলেন। তার হাজতি নং ৫৮৯৫/২১।

তিনি জানান, আব্দুর রহিম কিডনি ও বহুমূত্ররোগী ছিলেন। এর আগেও অসুস্থ হলে তাকে ২৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। পরে কিছুটা সুস্থ হলে তাকে কারা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

কারাগারের সুপার আরও বলেন, বুধবার ভোর ৫টার দিকে জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

More News Of This Category