গাজীপুর সিটি করপোরেশনের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যলয়ের হলরুমে ২০ হাজার ৯শত ৮৬ কোটি টাকায় বাজেট ঘোষণা করেন মেয়র জাহাঙ্গীর আলম। বাজেটে রাজস্ব আয় হচ্ছে ৬শত ৩২ কোটি টাকা ও বৈদেশিক সাহায্যে থেকে আয় ১৯ হাজার ৯শত ৫২কোটি টাকা।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া প্রমুখ।
বাজেটে রাস্তা ঘাট ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বারোপ করা হয়েছে। এতে মূল বাজেটের ৯৩ ভাগ এই খাতের উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া মশক নিধন, স্বাস্থ্য সুরক্ষা ও জণকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট বক্তৃতায় মেয়র জাহাঙ্গীর আলম বলেন, দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের চেয়ে বেশি বাজেট গাজীপুর সিটিতে ঘোষণা করা হয়েছে। এতে রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। শিক্ষা, চিকিৎসায় ও রয়েছে বিশেষ গুরুত্ব। এছাড়া সাংবাদিকদের জন্য ও এবার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। সকল ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা বাজেট বাস্তবায়ন করতে চাই। এজন্য জনগণ সহ সকলের সহযোগিতা চাইছি। বাজেট অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.